সহ-সভাপতি বাণী

নাটোর আমার প্রিয় জেলাগুলোর মধ্যে অন্যতম পাশাপাশি নাটোর জেলাকে আমি নিজ জেলা বলে মনে করি। আমার অতীব স্নেহাষ্পদ নাটোরের সুযোগ্য সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মতিউর রহমান তথ্য ও প্রযুক্তিতে অত্যান্ত দক্ষ একজন মানুষ। ইতিপূর্বে সে তার যোগ্যতার প্রমান রেখেছে যা সমগ্র দেশের ভূমি পরিবার জানে। তাঁর নেতৃত্বে ভূমির সকল আপডেট তথ্য সম্বলিত নাটোর জেলা কমিটির নিজস্ব ওয়েব সাইট www.natorelandofficers.com উদ্বোধন হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত ও গর্বিত। নাটোর জেলার সুযোগ্য সাধারন সম্পাদক মোঃ মতিউর রহমান ইতিপূর্বে বেতন স্কেলের ইতিকথা নামক একটি বই লিখেছেন যা সমগ্র দেশে ব্যাপক প্রশংসিত হয় ও আলোড়ন সৃষ্টি করে এবং বইটি ভূমি পরিবারের জন্য একটি মাইল ফলক হয়ে রয়েছে। নাটোর জেলার নিজস্ব ওয়েব সাইট ভূমি পরিবারের ইতিহাসে এটি একটি বিরল ও অনুসরনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি। মতিউর তাঁর দক্ষতার আরও একটি স্বাক্ষর রাখলো বলে আমি তাঁকে এবং এর সাথে জড়িত সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তাঁর এই উদ্যোগ দেখে অন্যান্য জেলা অনুপ্রানিত হবে। তাঁর এই উদ্যোগ আমাদের কাছে স্মরণীয় বরনীয় হয়ে থাকবে এবং তাঁর এই কর্মযজ্ঞের সাথে জড়িতদের প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতে নাটোর জেলা নতুন কোন চমক দেখাবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। পরিশেষে সকলের সসুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে করছি। আল্লাহ হাফেজ।

মোঃ মৌদুদুর রহমান কল্লোল
সহ-সভাপতি
কেন্দ্রীয় কমিটি ও সভাপতি
রাজশাহী বিভাগ বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি