সাধারন সম্পাদক বাণী

চাকুরী জীবনের শুরু থেকে দেখে আসছি ভূমি অফিসারগন অক্লান্ত পরিশ্রম করে পরিবার পরিজনকে সময় না দিয়ে জনগনকে সেবা দিয়ে যাচ্ছেন এবং সরকারের গুরুত্বপূর্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করে চলেছেন। কিন্তু তাদের নিজেদের প্রয়োজনে প্রয়োজনীয় একটি চিঠি বা তথ্যের জন্য দ্বারে দ্বারে ঘুরে হয়রান হন। চাকুরী জীবন শেষে প্রয়োজনীয় চিঠির অভাবে মানবেতর জীবন-যাপন করতে দেখে ব্যথিত হয়েছি। তাই একজন ভূমি কর্মকর্তা হিসাবে এই দূদর্শা দূরীকরনের নিমিত্ত ভূমির সকল চিঠিপত্র,পরিপত্র,গেজেট এবং সর্বশেষ আপডেট তথ্য নির্ভর একটি তথ্য ভান্ডার গড়ে তোলার স্বপ্ন থেকে এই ওয়েব সাইট তৈরীর সিদ্ধান্ত নিই। এটি আমার জেলা কমিটির সম্মানিত সকল নেতৃবৃন্দকে অবহিত করি এবং তাদের কাছে সহযোগিতা প্রার্থনা করি।জেলা কমিটির সম্মানিত সকল নেতৃবৃন্দ আমাকে আকুণ্ঠ সমর্থন প্রদান করে সম্মানিত করেছেন এই জন্য আমি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি,নাটোর জেলা শাখার ওয়েব সাইট www.natorelandofficers.com ভূমি পরিবারের কোন সদস্যের যদি সামান্যতম উপকারে লাগে তবে নিজেদেরকে ধন্য মনে করবো। আমার এই কর্মকান্ডকে ঘিরে নাটোরের সুযোগ্য জেলা প্রশাসক জনাব আসমা শাহীন মহোদয়, কেন্দ্রীয় সভাপতি জনাব মোঃ মোতাহার হোসেন খান,কেন্দ্রীয় মহাসচিব জনাব মোঃ আসাদুজ্জামান,কেন্দ্রীয় সহ-সভাপতি ও সভাপতি, রাজশাহী বিভাগ জনাব মৌদুদুর রহমান কল্লোল এবং আমার নাটোর জেলার সভাপতি জনাব মোঃ বেলাল হোসেন বানী দিয়ে এবং নাটোর জেলার কিংবদন্তি নেতা ও আমার গুরু জনাব মোঃ আলমগীর হোসেন খান অভিভাবেকের মত পাশে থেকে অনুপ্রানিত করেছেন এজন্য তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে পাশে থেকেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। ইনশাল্লাহ আগামী ০৪ জানুয়ারী/২৫ খ্রিঃ তারিখে নাটোর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব আসমা শাহীন মহোদয় এই ওয়েব সাইটের শুভ উদ্বোধন করবেন এই প্রত্যাশা করছি। ভবিষ্যতে আরও নতুন যুগোপযুক্ত কার্যক্রম গ্রহণের মাধ্যমে নাটোর জেলার সুনাম বৃদ্ধি করতে সকলের সহযোতিা কামনা করছি। সকলের সসুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।

মোঃ মতিউর রহমান
সাধারন সম্পাদক
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি
নাটোর জেলা শাখা।