বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ভূমির গুরুত্ব অপরিসীম। ভূমি ব্যবস্থাপনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত সকল ভুমি সহকারী ও ভুমি উপ- সহকারী কর্মকর্তাগন নিরলসভাবে কাজ করলেও তাদের নিজস্ব কোন ওয়েব সাইট ছিল না। বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নাটোর জেলা শাখার natorelandofficers.com ওয়েব সাইট উদ্বোধনের মাধ্যমে এই বন্ধ্যাত্বের নিরসন হবে বলে আমি মনে করি ।
বনলতা সেন খ্যাত নাটোর জেলার কৃতি সন্তান জনাব মোঃ মতিউর রহমান ,যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক কেন্দ্রীয় কমিটি এবং নাটোর জেলার সুযোগ্য ও মেধাবী সাধারন সম্পাদক,সাহেবের নেতৃত্বে ভূমি সংক্রান্ত সকল প্রয়োজনীয় তথ্য সম্বলিত natorelandofficers.com শিরোনামে ওয়েব সাইট আত্ম প্রকাশ করতে যাচ্ছে জেনে আমি পুলকিত ও আনন্দিত। তাদের এই মহতী উদ্যোগ আমাদের এই জাতির জন্য একটি বিরল দৃষ্টান্ত্ হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি। তার এই উদ্যোগ দেখে অন্যান্য জেলা অনুপ্রাণিত হবে বলে আমি মনে করি। আমি আমার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমার স্নেহের অনুজ মোঃ মতিউর রহমান সহ নাটোর জেলার সকল সদস্য এবং এর নেপথ্যে যারা কাজ করেছেন তাদের সকলকে জানাচ্ছি মোবারকবাদ ও কৃতজ্ঞতা। সকলের সসুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।
জনাব মোঃ মোতাহার হোসেন খান
সভাপতি
কেন্দ্রীয় কমিটি
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি ঢাকা।