জেলা প্রশাসক বাণী

বর্তমান আধুনিক ও প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থাপনা সঠিকভাবে বাস্তবায়ন করতে হলে আবশ্যিকভাবে তথ্য ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান থাকতে হবে। রাজা মহারাজা ও রানী ভবানীর ইতিহাসখ্যাত ঐতিহ্যবাহী নাটোর জেলার ভূমি কর্মকর্তাগন তাদের সংগঠনের নিজস্ব natorelandofficers.com শিরোনামে ওয়েব সাইট আত্ম প্রকাশ করতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। ভূমির সাথে প্রত্যক্ষভাবে জড়িত সকল ভুমি সহকারী ও ভুমি উপ- সহকারী কর্মকর্তাগনের প্রয়োজনীয় সহায়ক মাধ্যম হিসাবে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নাটোর জেলা শাখার natorelandofficers.com ওয়েব সাইট গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে মর্মে আমি বিশ্বাস করি । তাদের এই মহতী উদ্যোগ একটি বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে । আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নাটোর জেলা শাখার সকল সদস্যকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি । সকলের সসুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

আসমা শাহীন
জেলা প্রশাসক
নাটোর।