বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি বাংলাদেশের পেশাজীবি সংগঠনগুলোর মধ্যে অতীব প্রাচীন, সুসংগঠিত এবং শক্তিশালী পেশাজীবি সংগঠন। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ সালে। তৎকালীন এর নাম ছিল পূর্ব পাকিস্থান তহসিল কর্মচারী কল্যাণ সমিতি। এটি ১টি নিবন্ধিত সংগঠন এর নিবন্ধন নং-২১/১(৪) পুুল/(রী)/৭১ তারিখ-২০-০১-১৯৭১। ২০০৩ সালে এর নতুন নামকরণ হয় বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি। এই সংগঠনটি মূলতঃ ভূমি অফিসারদের কল্যাণে কাজ করে থাকে। সমগ্র বাংলাদেশে এই সংগঠনের ৬১ টি সাংগঠনিক জেরা রয়েছে।
অবকাঠামো: সাংগঠনিক কাঠামো ০৩ টি পার্বত্য জেলা ব্যতীত সমগ্র বাংলাদেশে ৬১ টি সাংগঠনিক জেলা রয়েছে। প্রতিটি ভূমি সহকারী/ভূমি উপ- সহকারী কর্মকর্তা এর সদস্য। প্রতি জেলায় ২১ সদস্য বিশিষ্ট জেলাা কমিটি, প্রতি বিভাগে ১৩ সদস্য বিশিষ্ট বিভাগীয় কমিটি এবং ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি রয়েছে। জেলা কমিটির জেলার সাধারণ সদস্যদের ভোটে এবং বিভাগ/কেন্দ্রীয় কমিটি কাউন্সিলদের ভোটে নির্বাচিত হয়। জেলার সভাপতি /সা:সম্পদিক এবং সাংগঠিক সম্পাদক কাউন্সিলর।